সিরাজদিখানে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন।
মো: আহসানুল ইসলাম আমিন ,স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার মধ্যে একমাত্র সিরাজদিখান উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর ১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদের (Synchronize Cultivation) ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুইয়ের সঞ্চালনায় স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার রোজিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাফায়েত হোসেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল খায়ের মাঝি প্রমুখ ।#