সুজা মিয়া পীরসাহেবের স্মৃতি বিজরীত জনপদ রংপুর-০১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে- অধ্যাপক গোলাম রব্বানী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-০১ (গঙ্গাচড়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্ব ও প্রার্থীর কার্যক্রম জোরদার হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে ভোটকেন্দ্রভিত্তিক সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক মাওলানা নায়েবুজ্জামান এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা রায়হান সিরাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, পর্শুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, হাজিরহাট থানার নির্বাচন পরিচালক মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন,
“রংপুর-০১ আসন জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী আসন। মরহুম রুহুল ইসলাম সুজা মিয়া পীরসাহেব ইসলামী আন্দোলনের জন্য এই জনপদে যে উর্বর মাটি তৈরি করে গেছেন, সেটি আজও আমাদের প্রেরণা। অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন এই আসনে ইসলামী আন্দোলনের গণজোয়ার অনেক বেশি আশানুরূপ। এ ধারাকে বিজয় পর্যন্ত ধরে রাখতে হলে কর্মী বাহিনীকে নিরলসভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ।”
অধ্যাপক গোলাম রব্বানী অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের রেখে যাওয়া প্রশাসনের কিছু অংশ ও জাতীয় পার্টিকে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ ব্যাপারে দেশবাসীকে আরও সজাগ থাকতে হবে।”