Tuesday , 16 April 2024
শিরোনাম

সুনামঞ্জে শিক্ষার্থীদের মান উন্নয়নে কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী স্থাপনের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন সেলিম আহমেদ

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক মেধাবৃত্তি ২০২২এর পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে একটি কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী স্থাপনের জন্য পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক শ্রমিক লীগের সভাপতি মো: সেলিম আহমদ। ২১ শে মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা বাজার পয়েন্টে সাফেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফজলুল হক দোলন, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শিক্ষক মশিউর রহমান, পঞ্চগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, গৌরারং ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো: সালেক মিয়া, সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক কামাল রেজা, গ্রাম বাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মান্নান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমদ বলেন দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে লেখাপড়া করে একটি শিক্ষিত জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে পৌঁছে দিতে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আর ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার মানউন্নয়নে দিন রাত প্ররিশ্রম করে যাচ্ছেন শুধু মাত্র বাংঙ্গালী জাতিকে পরিপূর্ণ শিক্ষিত করে গড়ে তুলতে। আজ প্রতিঠি গ্রামে গঞ্জে ব্যাপক পরিমান স্কুল মাদ্রাসা, ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাতা প্রদানসহ যে সকল সুযোগ সুবিদা দিয়েছেন শুধু মাত্র শিক্ষার আলো ছড়াতে। তাই সকল শিক্ষর্থীদের মনোযোগ সহকারে শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের মাঝে আমরা ও তার অংশিদার হিসাবে কাজ করে যাচ্ছি। সকল শিক্ষার্থীদের প্রতি মনোযোগ সহকারে শিক্ষা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Check Also

সৌন্দর্য বর্ধণ বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ডা: হামিদুল হক খন্দকার এমপি

নিজস্ব প্রতিবেদক : গাছ লাগাই ফুলবাড়ী সাজাই সবুজে সৌন্দর্যের পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x