Thursday , 25 April 2024
শিরোনাম

সুন্দরগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

মোঃ হারুন অর রশিদ রাজু গাইবান্ধা জেলাপ্রতিনিধি:

সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়েছে পাঠ্য পুস্তক উৎসব দিবস। নতুন বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। এসময় নতুন বই সঙ্গে বিভিন্ন ফুলের স্টিক পেয়ে খুশি শিক্ষার্থীরা।
পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, সুন্দরগঞ্জ আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আখন্দ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু প্রমূখ।
পরে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিগণ। উল্লেখ্য, বছরের প্রথম দিনেই উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৪৫, স্বতন্ত্র ইবতেদায়ী ৯০ ও প্রাথমিক পর্যায়ের ২৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে বই পৌছে দেওয়া হয়।

Check Also

সৌদিওপেন ২০২৪ চ্যাম্পিয়ন জন ক্যাটলিন

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি এশিয়ান ট্যূরের অংশ হিসেবে মার্কিন নাগরিক জন ক্যাটলিন বিজয়ী হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x