ডু অর ডাই ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
জিলংয়ের কার্দিনিয়া পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ফল সরূপ ১৬ রানের জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে নেয় লঙ্কানরা।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ব্যাট করতে নেমে ভালোভাবেই ইনিংস শুরু করেন দুই ওপেনার পাথুম নিশানাকা ও কুশল মেন্ডিস। খেলেন ৩৬ রানের জুটি। ১৪ রানে নিশানাকার ফেরার পর ব্যাটিংয়ে এসে শুন্য রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর চারিথ আসালাঙ্কা ও মেন্ডিস গড়েন ৬০ রানের গুরুত্বপূর্ন জুটি।
উইকেটের এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। খেলেন পাঁচ ছয় ও পাঁচ চারের মারে ৪৪ বলে ৭৯ রানের বিধবংসী ইনিংস। সবশেষ ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কৎ এ্যাডওয়ার্ডসের দল সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে জেতাতে পারেননি, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা নেন ২ উইকেট, এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন ৩ উইকেট।
অন্যদিকে ডাচদের হয়ে দুইটি করে উইকেট নেন পল ভ্যান মিকারেন ও বাস ডি লিড।