সেনাদের ওপর হামলার তীব্র নিন্দা এক্স-ফোর্সেস এসোসিয়েশনের
এক্স-ফোর্সেস এসোসিয়েশন গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে খাগড়াছড়িতে সেনাসদস্যদের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ হামলায় দেশপ্রেমিক সেনাসদস্যদের জীবন দিতে হয়েছে, যা শুধু সেনাবাহিনী নয়, সমগ্র জাতির জন্য এক বেদনাবিধুর ক্ষতি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা মনে করি, সেনাসদস্যদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাষ্ট্রবিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। পাহাড়ের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যারা চিরকাল প্রহরীর ভূমিকা পালন করে আসছেন, তাদের ওপর হামলা আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শেকড়ের ওপর আঘাত।
এক্স-ফোর্সেস এসোসিয়েশন মনে করে—
১. এই জঘন্য হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
২. পার্বত্য চট্টগ্রামে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে স্থানীয় জনগণকে আশ্বস্ত করতে হবে।
৩. পাহাড়ে বিদ্যমান চাঁদাবাজি, অস্ত্র-সন্ত্রাস ও বহিরাগত মদদপুষ্ট নাশকতা চক্রকে চিহ্নিত করে চিরতরে নির্মূল করতে হবে।
আমরা সরকারকে আহ্বান জানাই—সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে পাহাড়কে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় জীবন উৎসর্গ করে এসেছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সন্ত্রাস ও দেশবিরোধী তৎপরতার কোনো স্থান হতে পারে না।
এক্স-ফোর্সেস এসোসিয়েশন দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে—
জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বদা রাষ্ট্রের পাশে আছি এবং থাকব।