ঢাকা , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সোনারগাঁ থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মহিবুল্লাহ স্পষ্ট করে বলেন, সোনারগাঁ থানায় কোনও দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনও টাকা লাগবে না—এ বিষয়ে আমি জনগণকে আশ্বস্ত করছি।

তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বৈষম্য দূরীকরণে শিক্ষকদের দৃঢ় অবস্থান

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মহিবুল্লাহ বলেন, সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনও রক্ষা নাই—এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই। তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংস করে এমন মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় তদন্ত ওসি রাশেদুল ইসলাম খানসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৫১২ Time View

সোনারগাঁয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৪:৫৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সোনারগাঁ থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মহিবুল্লাহ স্পষ্ট করে বলেন, সোনারগাঁ থানায় কোনও দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনও টাকা লাগবে না—এ বিষয়ে আমি জনগণকে আশ্বস্ত করছি।

তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বৈষম্য দূরীকরণে শিক্ষকদের দৃঢ় অবস্থান

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মহিবুল্লাহ বলেন, সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনও রক্ষা নাই—এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই। তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংস করে এমন মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় তদন্ত ওসি রাশেদুল ইসলাম খানসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।