Thursday , 28 March 2024
শিরোনাম

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শুক্রবার পবিত্র মদিনায় অ্যাডভোকেট এম এ আউয়াল (৫৮) নামের একজন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরের এই হাজির পাসপোর্ট নম্বর-ইই০৪২৩১৪৭।

শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৬ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় ৫ ও জেদ্দায় ২ জন মারা যান।

আর শুক্রবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ জন হাজি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ১৪ জুলাই। এ পর্যন্ত মোট ১৫৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে ৮ আগস্ট।

গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

 

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x