Thursday , 28 March 2024
শিরোনাম

সৌদি আরবের সঙ্গে ‘চুক্তি সেরে ফেলেছেন’ মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সুপার স্টার লিওনেল মেসি আগামী মৌসুমে সৌদি আরব লিগে খেলবেন, বিশাল অঙ্কের চুক্তি করেছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে এবং ক্লাবের নাম প্রকাশ না করেই সূত্রটি বলেছে, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি আগামী মৌসুমে সৌদি আরবে খেলবেন।’

সূত্রটি যোগ করেন, ‘এই চুক্তি ব্যতিক্রমী এবং বিশাল অঙ্কের। আমরা খুঁটিনাটি চূড়ান্ত করছি।’

পিএসজির সঙ্গে ৩০ জুনই শেষ হচ্ছে মেসির ২ বছর মেয়াদের চুক্তি। পিএসজির আরেকটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘ক্লাব যদি চাইত মেসির সঙ্গে নতুন করে চুক্তি করতো, তাহলে তা আগেই করতো।’

সম্প্রতি লরিয়েঁর সঙ্গে লিগ ওয়ানের হেরে যাওয়া ম্যাচের পর ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে সফরে যাওয়ায় মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। ক্লাব ফ্যাসিলিটিজে তার অনুশীলনও নিষিদ্ধ করে।

তবে সোমবার মেসিকে একাকী অনুশীলন করতে দেখা যায়। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো খবর দেয়, মেসির নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে পিএসজি এবং ১৩ মে ক্লাবের পরবর্তী ম্যাচে খেলবেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনুসরণ করে মেসিও প্রো লিগ খেলতে যাবেন বলে আশা করছে তেল সমৃদ্ধ সৌদি আরব। জানুয়ারিতে ৪০ কোটি ডলারে দুবছরের চুক্তিতে আল নাসর ক্লাবে খেলতে যান রোনালদো।

Check Also

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

সিলেট টেস্টে বাংলাদেশ দলের হার কার্যত নিশ্চিত হয়ে গেছে গতকাল শেষ বিকালেই। সোমবার শ্রীলংকার ৫১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x