সৌদি আরবের মক্কার বাদ এশা আল তওহীদ কোম্পানি বলদিয়া জুম্মুম ক্যাম্পে সহকর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ,য়া,বহ “সং ঘ র্ষে র” ঘটনা ঘটেছে। একপর্যায়ে “ছু রি কা ঘা তে” ফরহাদ নামে এক বাংলাদেশি “নি হ ত” হয়েছেন।
“নি হ ত” ফরহাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতিতে। জানা গেছে, একই রুমে থাকা দুই সহকর্মীর মধ্যে “কথা-কা টা কা টি” থেকে শুরু হয় হাতাহাতি, যা পরে রূপ নেয় “ভ য়া ব হ” “সং ঘ র্ষে”। এক পর্যায়ে “ছু রি র” আঘাতে গুরুতর আহত হন ফরহাদ, এবং পরে তিনি “মৃ ত্যু”বরণ করেন।
এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারেরই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। একদিকে নিহত ফরহাদের পরিবার শোকে স্তব্ধ, অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির পরিবারও অসহায় হয়ে পড়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ধ্বংস হয়ে গেল দুটি পরিবার।