Sunday , 30 June 2024
শিরোনাম

স্ত্রী ও সন্তানদের ক্যান্সারে আক্রান্ত মৃত্যুশয্যায় “মা”কে বাঁচাতে এক অসহায় স্বামীর আকুতি

সমাজের হৃদয়বান ও দানবীরদের প্রতি দৃষ্টি আকর্ষণ ….

স্টাফ রিপোর্টার: চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ৬নং গুপ্টি (পশ্চিম) ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের শিক্ষিত ও মার্জিত পরিবারের অন্যতম সদস্য আলমগীর হোসেন।

তিনি সাবেক আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য . সভাপতি ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি দীর্ঘ বছর ধরে সাইসাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা দায়িত্বে রয়েছেন ।

এক সময় নিজের সর্বোচ্চ দিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালন কাজে এগিয়ে আশা আলমগীর হোসেন (খোকন) আজ অসহায়।

আলমগীর হোসেন (খোকন) জানান গত ৯ জানুয়ারী ২০২৪
তাঁর স্ত্রী জাহানারা বেগমের ক্যান্সার ধরা পড়ে। সে থেকে
গ্যাস্ট্রো লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তিনি দেশে ও বিদেশে চিকিৎসা করাতে গিয়ে এই পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকা শেষ যাহা নিজ ও আত্নীয় স্বজনের সহযোগিতা এই পর্যন্ত এসেছে।

বর্তমান ভারতের বেঙ্গালুরু একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাঁর স্ত্রী। কিন্তু তাঁর অবস্থা দিন দিন অবনতি হওয়া চিকিৎসকের পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব তাঁর স্ত্রী জাহানারা বেগম কে অপারেশন করাতে হবে।

এতে শুধু অপারেশনের ব্যয় ১৫ লক্ষ ভারতীয় রুপি। অন্যান্য খরচসহ বাংলা টাকা প্রায় ২০-২৫ লক্ষ টাকা প্রয়োজন।

যাহা তাঁর পক্ষে বর্তমানে আর সম্ভব হচ্ছে না। তাই
সে তাঁর পরহেজগার স্ত্রী জাহানারা বেগম কে বাঁচাতে সমাজের হৃদয়বান সকল শ্রেণীর কাছে দোয়া ও সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রত্যাশী।

তাঁদের তিনটি সন্তান রয়েছে সন্তান গং ও মমতাময়ী মাকে বাঁচানোর জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুতি জানাচ্ছেন ।
01799236098 বিকাশ ( আলমগীর হোসেন) নগদ নাম্বার: 01799236098
রকেট নাম্বার:01799236098
ব্যাংক এশিয়া নাম্বার:1083413014067

Check Also

জাতির পিতা সবসময় সকলের কথা মনযোগ দিয়ে শ্রবণ করতেন: ড. কলিমউল্লাহ

২৯ ই জুন, ২০২৪, শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯৫৯ তম পর্ব অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x