লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে বশির মিস্ত্রি (৬১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা ও দায়রাজজ (বিচারক) রহিবুল ইসলাম এ হত্যা মামলার দায় দেন।
বিষয়টি দুপুর ১২টার দিকে বাংলা ৫২ নিউজকে নিশ্চিত করেন, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. জসিম উদ্দিন।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বশির তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বিবিকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মৃতদেহ পাশ্ববর্তী সয়াবিন ক্ষেতে ফেলে রাখে।
পরে বাড়ি ফিরে সে স্ত্রীকে খুঁজে পাচ্ছে না বলে এলাকায় প্রচার করে। বাড়ির লোকজন খুঁজে নিহত মমতাজের মৃতদেহ সয়াবিন ক্ষেতে পায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাড়ির লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং স্বামী বশিরকে আটক করে।
ঘটনার পরদিন নিহত মমতাজ বিবির মামা মো. জসিম রামগতি থানায় বশিরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।