Saturday , 20 April 2024
শিরোনাম

স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর

চলতি মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু হঠাৎ করে তার সফর স্থগিত করার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর সফরের জন্য দুই দেশ তারিখ খুঁজে নেবে।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ তথ্য জানান শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সুবিধা-অসুবিধা সবারই থাকে। দুই দেশই নতুন তারিখ খুঁজে নেবে।’

আজ জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

গত মাসের ২৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, নভেম্বরের শেষে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখনও প্রধানমন্ত্রীর জাপান সফরের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করিনি, তবে অন্য যেখান থেকে তারিখটা শুনেছিলেন, সেই তারিখে সফরটা হচ্ছে না।’

এদিকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেই বলেছেন, ‘একটি নতুন তারিখে সফরটি হবে। দুই দেশ এটা নিয়ে কাজ করছে। কেননা, এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুটি দেশের পারস্পরিক সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নেয়।’

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী যেদিন প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয় নিয়ে কথা বলেছিলেন সেদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন।

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x