স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত
আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯:০০ টায় নগরীর ফয়েজ লেকের একটি কনভেনশন হদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় জোনের এজিএম মাসুদুর রায়হান ও ডাঃ মোঃ সাহেদের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর অব ব্রিডার রেজাউল করিম সুমন, সিইও ডাঃ নুর আলম, আশকারী এগ্রো এর স্বত্বাধিকারী শাহজাদ আরাফাত, মক্কা শরীফ পোল্ট্রি প্রোপ্রাইটর মোঃ ইউসুফ, শাহ আমানত পোল্ট্রির স্বত্বাধিকারী আহমেদ তালুকদার, পোল্ট্রি ভ্যাকসিন ডা: সোলাইমান, হেড অফ টেকনিক্যাল শফিকুল ইসলাম, হেড অফ ক্যাটেল ফিড আবু সায়েম, হেড অফ এ্যকোয়া মীর রঈসুজ্জামান সুমন, স্বনামধন্য ব্যবসায়ী আজাদ খাঁন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র জেনারেল ম্যানেজার ডা: মাহবুবুল আলম। এছাড়াও সূচনায় সকালে অধিবেশন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে, সম্মাননা প্রদান এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের *সম্মাননা স্মারক* প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম জোনের ১৫০ + *আস্থা ফিডের ডিলার, ব্যবসায়ী ও খামারীবৃন্দ* উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এই পার্টনারস মিটে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন পণ্য প্রদর্শনী, এবং ডিলার ও খামারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকল অংশগ্রহণকারীর জন্য একটি সফল ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।























