হাজীগঞ্জে বিএনপি নেতা ইমাম হাজী ও আবু সুফিয়ান রানার বহিষ্কারাদেশ প্রত্যাহার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের রীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন হাজী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানাসহ দেশের বিভিন্ন ইউনিটের মোট ২২ জন নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা—বহিষ্কার, পদস্থগিত ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (০৪ জানুয়ারি ২০২৬) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ্ব ইমাম হোসেন হাজী ও আবু সুফিয়ান রানাসহ দেশের বিভিন্ন উপজেলার ২২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ায় বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান’সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ্ব ইমাম হোসেন হাজী ও আবু সুফিয়ান রানা।
পাশাপাশি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী- শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিক, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের বিএনপির ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতিও তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব ইমাম হোসেন হাজী ও আবু সুফিয়ান রানাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে হাজীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দলীয় সূত্রগুলো।


















