Saturday , 20 April 2024
শিরোনাম

হাসপাতালে নয়, শিশুদের করোনা টিকা দেয়া হবে নির্ধারিত স্কুলে

হাসপাতালে নয়, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা নির্ধারিত স্কুল কেন্দ্রে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রথম ধাপে সিটি করপোরেশন এলাকার স্কুলগুলোকে এ জন্য প্রস্তুত করা হচ্ছে। কোন কোন স্কুলে টিকা দেয়া হবে তা শিক্ষা বিভাগ জানিয়ে দেবে।

গত ১১ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের এই টিকাদান কার্যক্রম পুরোদমে শুরু হবে ২৫ অগাস্ট।

শুরুতে হাসপাতাল কেন্দ্রে শিশুদের টিকা দেয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শিশুদের টিকার জন্য সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের সময় কেন্দ্র হিসেবে বিভিন্ন হাসপাতাল বাছাই করতে হত।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্কুলে টিকা দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। কোন কোন স্কুলে টিকা দেয়া হবে তা শিক্ষা বিভাগ জানাবে। আমরা সেখানে টিকা নিয়ে যাব।

এসময় স্কুলে স্কুলে শিশুদের করেনা টিকা দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, তাদের (শিশুদের) টিকা দেয়ার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার আমরা নিয়েছি। প্রথমে সিটি করপোরেশন এলাকার স্কুলগুলোয় টিকা দেয়া হবে। এজন্য স্কুলগুলো প্রস্তুত করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে, যাতে ছেলেমেয়েরা সঠিক সময়ে অভিভাবকদের সঙ্গে আসে।

সারাদেশে পাঁচ থেকে এগার বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্ত্রী বলেন, দেশে সব শিশু এই টিকাদান কার্যক্রমের আওতায় টিকা পাবে। যে শিশুরা স্কুলে যেতে পারে না, ভাসমান, তারাও টিকা পাবে।

টিকা নিতে বড়দের মতই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে শিশুদের। তাদের নিবন্ধন হবে জন্মসনদ দিয়ে।

শিশুদের জন্য ফাইজারের তৈরি ত্রিশ লাখ ডোজের বেশি টিকা ইতোমধ্যে দেশে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x