গনতন্ত্র পূর্ণরুদ্ধার আন্দোলনে বিএনপি সাড়া বাংলাদেশে গন আন্দোলন গড়ে তুলছে। সব শেষ তারুণ্যের সমাবেশ জনমনে আশার সঞ্চার জেগেছে। গনতন্ত্র রক্ষার জন্য বিএনপি তথা এর সহযোগী সংগঠনের উদীয়মান নেতারা ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সব শেষ ঢাকায় পদযাত্রা ও বিভাগীয় তারুণ্যের সমাবেশে আন্দোলনের গতিপথ বেড়ে যায়। বিএনপি ও এর সহযোগী সংগঠন গুলোর একটাই দাবী নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দিতে হবে।
নির্বাচনী এক জরীপে সাধারণ ভোটারদের মতামত জানতে চাওয়া হলে তাদের উত্তর, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে চাই। গত দের দশক আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনাই।
আমাদের পটুয়াখালী প্রতিনিধির দেওয়া রিপোর্ট অনুযায়ী উঠে আসে বিভিন্ন তথ্য। পটুয়াখালীতে মোট নির্বাচনী আসন ৪ (চারটি) যার মধ্যে পটুয়াখালী- ১ ও ২ আসন ছাড়া বাকি ৩ ও ৪ আসন দুটি পূর্বের ফলাফল অনুযায়ী আ’লীগের ঘাটি হিসেবে অনেকটাই পরিচিত। তবুও এ আসন দুটিতে ভালো প্রার্থী নির্বাচন করা হলে ভোটের ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশী।
পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নেতার মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ব-বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ আরো কয়েকজন। এলাকাবাসী ও সাধারণ ভোটাররা মনে করেন এ আসন আ’লীগের ঘাটি, আ’লীগের হাত থেকে উদ্ধার করতে হলে হাসান মামুন এর বিকল্প নেই। হাসান মামুন তরুণ নেতা। নেতৃত্বের গুনাবলী, সৎ, মার্জিত ও ক্লিন ইমেজের লোক হিসেবে বিএনপি ও বিএনপির বাইরেও অন্যান্য দলের লোকজন তাকে পছন্দ করে।
ভোটের রাজনীতির ক্ষেত্রে কে কতটা এগিয়ে তা ভোটের ফলাফলে দেখা গেলেও পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে অনেকটা পরিচিত।