মোঃ আবির খানঃ রাজশাহী ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) পুনর্মিলনী গত রোববার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রুলা’র সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রুলা’র সাধারণ সম্পাদক এম. আশরাফ আলী।
অনুষ্ঠানে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, দেশের স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল অপশক্তি রোধে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সকল আইনজীবীদের সমান দৃষ্টিতে দেখি। এ দেশের বিচার বিভাগের উন্নয়ন ও সচ্চতার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক কাজ করেছেন। এজন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই।
তিনি এসময় আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্যানেলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. রকিবুল হক মিয়া রিপন, মো. আমিনুল হক হেলাল, মো. শাহবাজ হোসেন খান মিল্টন, ঢাকা জেলা বার ইউনিটের সভাপতি মো. কামরুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ রুলা’র সদস্যরা।
উল্লেখ্য, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এই সংগঠনের প্রথম নারী সভাপতি।