মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: ১০দফা দাবি বাস্তবায়ন ও অস্বাভাবিক ভাবে বিদ্যূতের মূল্য বৃদ্ধি, ভয়াবহ লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬জানুয়ারী দুপুরে ৩নং বান্দরবান সদর উপজেলা রেইচা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা। বান্দরবান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামাল এর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক চনুমং মারমা এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা বাবু লুসাই মং, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কাজী নিলুতাজ বেগম, সাধারণ সম্পাদক উমেচিং মারমা, উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা বেগম, মহিলা নেত্রী আনোয়ার বেগম বানু, আসমা বেগম,বান্দরবান পৌর বিএনপির নেতা মোঃ শফি,জেলা যুবদলের নেতা মো:আরিফ চৌধুরী, মো: ফরিদ,বান্দরবান সদর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাসাস নেতা মোঃ পারভেজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউনুসুল ইসলাম টিটু,ফোরকান, সিরাজ কামাল,জয়নাল সহ অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারনে সরকারের সমালোচনা করা হয়।