ইউক্রেনে যুদ্ধ করতে, বুধবার সেনা জড়ো করার ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর রাশিয়ার প্রতিক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান, নতুন ডিক্রি অনুযায়ী রিজার্ভে থাকা তিন লাখ সেনাকে ডাকা হবে।
তিনি আরও জানান, যারা আগে বিভিন্ন বাহিনীতে কাজ করেছে এবং যুদ্ধের অভিজ্ঞতা আছে তাদেরই যোগ দিতে বলা হবে।
তবে রাশিয়ার স্বাধীন ও নির্বাসিত গণমাধ্যম নোভায়া গাজেতা একজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, তিন লাখ না, পুতিনের পরিকল্পনা হলো ১০ লাখ সেনাকে জড়ো করবেন তিনি।
বর্তমানে রাশিয়ার কাছে রিজার্ভ হিসেবে ২০ লাখ সেনা রয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, সাত প্যারাগ্রাফের যে ডিক্রিটিতে পুতিন বুধবার স্বাক্ষর করেছেন সেটিতে উল্লেখ আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ১০ লাখ রিজার্ভ সেনাকে ইউক্রেনের জন্য প্রস্তুত করতে পারবে।
তারা আরও জানিয়েছে, এ সংখ্যাটি কয়েকবার সংশোধন করা হয়েছে। সবশেষে ১০ লাখ নির্ধারণ করা হয়েছে।
তবে এ দাবি অস্বীকার করেছে রাশিয়া। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এটি ‘মিথ্যা’ খবর।
সূত্র: দ্য গার্ডিয়ান