আগামী ১৫ জুন দেশের ৩১ জেলার ৬১ উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকেলে তালিকা প্রকাশ করা হয় নির্বাচনি এলাকাগুলোর। এ সব ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ ১৫ জুন।
১৩৫ ইউপি হলো
কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট, লালমনিরহাটের পাটগ্রামের বাউরা, নীলফামারী সদরের খোকশাবাড়ী, গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া এবং সুন্দরগঞ্জের হরিপুর, বগুড়ার কাহালুর দুর্গাপুর, নন্দীগ্রামের বুড়ইল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর, শাহজাদপুরের সোনাতনী, মেহেরপুরের সদরের আমঝুপি, পিরোজপুর, শ্যামপুর ও বারাদি; ঝিনাইদহের সদরের সুরাট ও পাগলাকানাই (পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে) বরগুনার তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা, পটুয়াখালী সদরের জৈনকাঠি, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরণ ও লাউকাঠি, কলাপাড়ার লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনার চরবোরহান, ভোলার দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর, মনপুরার মনপুরা এবং লালমোহনের কালমা ও রমাগঞ্জ, বরিশালের উজিরপুরের শিকারপুর, হিজলার হিজলা-গৌরব্দী ও ধুলখোলা, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, চরএক্করিয়া, গোবিন্দপুর, আন্দারমানিক, জয়নগর ও লতা, পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ও কলারদোয়ানিয়া, টাঙ্গাইলের সখিপুরের গজারিয়া ও দাড়িয়াপুর, মধুপুরের কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, কুড়াগাছা, আউশনারা, অরণখোলা, ফুলবাগচালা ও শোলাকুড়ী, মির্জাপুরের ভাওড়া, বহরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর, সদরের ছিলিমপুর, নাগরপুরের ভারড়া, বাসাইলের কাশিল ও বাসাইল সদর, গোপালপুরের হেমনগর ও ঝাওয়াইল, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী, ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী, মুন্সিগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া, গজারিয়ার বাউশিয়া, ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, নরসিংদীর মনোহরদীর খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া, ফরিদপুরের মধুখালীর কামালদিয়া, মাদারীপুরের কালকিনির এনায়েতপুর ও পূর্ব এনায়েতপুর, রাজৈরের হোসেনপুর, খালিয়া, বদরপাশা ও আমগ্রাম, শিবচরের সন্যাসীর চর, উমেদপুর ও ভদ্রাসন, শরীয়তপুরের জাজিরার বড়কৃষ্ণনগর, বড়গোপালপুর, কুন্ডেরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও বিলাসপুর, গোসাইরহাটের ইদিলপুর, হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম, বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দড়িয়াদৌলত, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা, মুরাদনগরের মুরাদনগর, নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর, সদরের বিনোদপুর, হাতিয়ার হরনী ও চানন্দী, চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চর পাথরঘাটা, সাতকানিয়ার এওচিয়া, বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর, বৈরছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল ও ছনুয়া; কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ও কালারমারছড়া, এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।
৬ পৌরসভা হলো
গোপালগঞ্জের গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভা।
এ ছাড়া একই দিন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।