অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, ২০৪১ সালের মধ্যে পৃথিবীর শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব নিয়েছেন তখন অর্থনীতিতে আমাদের দেশের অবস্থান ছিল ষাট নম্বর। আর এখন বাংলাদেশ সারাবিশ্বের অর্থনীতিতে পঁয়ত্রিশ নম্বরে। যা সম্ভব হয়েছে এ বঙ্গ কন্যার জন্য।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমরা সবাই মিলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সহ-সভাপতি নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সহ-সভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার ও শিল্প বাণিজ্য সম্পাদক এনামুল হক মিয়াজী প্রমূখ।