দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘২০তম স্কয়ার গল্ফ টুর্ণামেন্ট’ উদ্বোধন হয়েছে।
শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ কোর্সে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উক্ত টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী ও বিদেশী গলফারসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬০০ জন গলফার এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী; স্কয়ার ফারমাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, এসপিপি; টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আবু মো. সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্ণেল মো. আনোয়ার হোসেন (অবঃ); সশস্ত্রবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্কয়ার গ্রুপের কর্মকর্তাগণও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ টুর্ণামেন্ট শুক্রবার সন্ধ্যায় একই স্থানে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।