আগামী ২৫ রমজানের মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।
শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তাছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরও কাজ করতে বাধ্য করা হচ্ছে।
তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। এসময় তারা ৭দফা দাবি জানান।
সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশা শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।