মো. আলমগীর হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি: ” নতুন দিনে নতুন আলোয় নতুন জিবন গড়ি,জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসু ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ এপ্রিল, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেনের উদ্যেগে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ গোমতী উপ- আঞ্চলিক শাখার আয়োজনে একটি র্যালী গোমতি ইউনিয়ন চত্ত্বর থেকে বের হয় আবার একই স্থানে এসে শেষ হয়। গোমতি ইউনিয়ের বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মিলন কান্তি ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন। এ সময়, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন বলেন, প্রায় ২ যুগের অধিক সময় পর গোমতী ইউনিয়নে বৈসু ও বাংলা নববর্ষের অনুষ্ঠান হচ্ছে। ত্রিপুরা জনগোষ্ঠীর মনে আনন্দের বন্যা বয়ে বেড়াচ্ছে। এই উৎসবে সবার অংশগ্রহণে মুখরিত হবে গোমতী পাহাড়ি অঞ্চল। আনন্দ ভাগাভাগি করবে সব শ্রেণি-পেশার মানুষ। র্যালী শেষে গোমতি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ঐতিহ্যবাহী ত্রিপুরা জাতিগোষ্ঠীর গরিয়া নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্য উপভোগ করেন ত্রিপুরা সম্প্রদায় ছাড়াও অত্রাঞ্চলের সর্বস্তরের জনগণ। এ সময়, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি ভাগ্যধন ত্রিপুরা, গোমতি ইউপি’র সাবেক সচিব অর্পণ কুমার ত্রিপুরা, গোমতি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো: ওসমান গনি সহ অনেকে উপস্থিত ছিলেন।