ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করছে সরকার জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার তিনজন রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ন্যায়বিচার সবার জন্য, তবু গ্রামীণ দরিদ্ররা এখনো বঞ্চিত বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই আমাদের নেতার নির্দেশ: এম এ মালিক ডিজিটাল কোর্ট ও অনলাইন বিচার: স্বচ্ছতার নতুন দিগন্ত না নতুন সংকট? কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি

৩৫ বছর পর রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

সাংবাদিক

দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।’ এ সময় তিনি সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিলের সময়সীমা ২১ এবং ২৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট এবং ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন ২ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন গণমাদ্যমকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরিতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই আজ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।’

গণমাধ্যম থেকে জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে নির্বাচন বন্ধ ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৭০৬ Time View

৩৫ বছর পর রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

আপডেটের সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।’ এ সময় তিনি সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিলের সময়সীমা ২১ এবং ২৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট এবং ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন ২ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন গণমাদ্যমকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরিতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই আজ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।’

গণমাধ্যম থেকে জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে নির্বাচন বন্ধ ছিল।