বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১০৩টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৪ জুন রাত ১১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৫৭টি, সৌদি এয়ার লাইন্সের ৪১টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৫টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।
বুলেটিনে বলা হয়, মোট ১০৩টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭শ’ ৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সীকে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌছানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ জুলাই।
আগামী ৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। এ পর্যন্ত বিভিন্ন কারণে ২জন মহিলাসহ ৬ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪ জন ও মদিনায় ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেন ।বাসস