বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে ৪৫৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আলোচ্য জুলাই মাসে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।
ইপিবি বুধবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, জুলাইয়ে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আড়াই শতাংশ বেশি হয়েছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, জুলাই মাসে প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানির অর্থমূল্য ছিল ৩৯৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার।
গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।
চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে ৪০ দশমিক ৭৭ শতাংশ।