কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত বেসরকারিভাবে ৫২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। বিএনপি থেকে বহিষ্কৃত, সদ্য বিদায়ী এ মেয়র ঘড়ি মার্কায় পেয়েছেন ২৬০৫৬ ভোট।
তার নিকটতম আওয়ামী লীগের নৌকার আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা) পেয়েছেন ২৫৩২৯ ভোট। অপর আলোচিত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩,৩৩৭ ভোট।
বুধবার এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথে ভোট নেওয়া হয়েছে ইভিএমের মাধ্যমে। এর মধ্যে ৮৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
কুমিল্লার নগর সংস্থার ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯১৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আছেন তৃতীয় লিঙ্গের দুজন ভোটারও।