Friday , 19 April 2024
শিরোনাম

৫ পৌরসভা ও অর্ধশতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

দেশের পাঁচটি পৌরসভা ও অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পাঁচ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

পাঁচটি পৌরসভা হলো— রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। এ ছাড়া ৪৭ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন চলছে।

এদিকে রাজশাহীর বাঘা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যে মানুষ লাইনে দাঁড়িয়ে বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘা হযরত শাহ আবদুল হামিদ দানিশ মান্দ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে।

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮ জন। উপজেলা প্রতিবন্ধীবিষয়ক অফিসার মুনসুর আলী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৬টি বুথে দেড় শতাধিক ভোটগ্রহণ হয়েছে। আনন্দঘন পরিবেশের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।

গত ৩ নভেম্বর কমিশনসভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x