সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাত ৯টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিত করে সড়ক-রেলপথ ছেড়ে দেন।
তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। এই বিষয়ে প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানাব।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকাল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।