ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন, এই নির্বাচন অবৈধ নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ মানে না। আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশবাসীকে আহ্বান জানাব, এ নির্বাচনে কেউ যেন কোনো সহযোগিতা না করে।
এ সময় আগামী ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকায় ফের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী আকন এ কথা বলেন।
নির্বাচনি তফশিল বাতিলসহ বিভিন্ন দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দলটির নেতাদের অভিযোগ, মিছিলকে বানচাল করতে পল্টন মোড়ে দুর্বৃত্তরা মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হননি।
দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন-প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।