৯ম জেলা প্রশাসন গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা উপজেলা চ্যাম্পিয়ন
খাগড়াছড়িতে অনুষ্ঠিত ৯ম জেলা প্রশাসন গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দীঘিনালা উপজেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা খাগড়াছড়ি উপজেলা ক্রিকেট দলকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।ফাইনাল ম্যাচে টস জিতে খাগড়াছড়ি সদর উপজেলা দল দীঘিনালা উপজেলাকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ওভারে দীঘিনালা উপজেলা দল ১৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে।

দলের পক্ষে কায়েশের অসাধারণ ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে এবং দলের সংগ্রহকে শক্ত ভিত্তি দেয়জবাবে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি সদর উপজেলা দল শুরুটা ভালো করলেও দীঘিনালা উপজেলার বোলারদের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের সামনে তারা বেশিদূর এগোতে পারেনি। বিশেষ করে হারুন, আশাদুল ও ওহির দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত রান তাড়া করতে ব্যর্থ হয় খাগড়াছড়ি সদর। শেষ পর্যন্ত ১২৫ রানেই থেমে যায় তাদের ইনিংস।
ফলে ৯ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে দীঘিনালা উপজেলা দল এবং প্রথমবারের মতো ডিসি গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলে।খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।এই ঐতিহাসিক জয়ে দীঘিনালা উপজেলায় আনন্দের জোয়ার বইছে।
খেলোয়াড়দের এমন সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেছেন।





















