পটুয়াখালী সদরের একটি বাসায় রুমের ভেতরে আটকে পড়েছিল তিন বছর বয়সী এক শিশু। পরে ভেতরে থেকে দরজা খুলতে না পেরে কাঁদতে থাকে সে। কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়।
এরপর ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সোমবার সন্ধ্যায় পটুয়াখালী সদরের শান্তিবাগ থেকে ৯৯৯ এ ফোন করে তুষার নামের একজন কলার জানান, তার বাসার গৃহকর্মীর তিন বছর বয়সী শিশুসন্তান রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন সে আর ছিটকিনি খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি রুমের ভেতরে ভয়ে কান্নাকাটি করছে। এ অবস্থায় কলার উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯-এ ফোন করেন।
তিনি আরও জানান, ৯৯৯ থেকে তাৎক্ষণিক পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।