Friday , 29 March 2024
শিরোনাম

রংপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ”পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যাবস্থার সহায়ক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর বিএসটিআই এর সহযোগিতায় গতকাল (২০ মে) শনিবার সকাল ১১ রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহীম খান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশ সুপর মোঃ আব্দুল লতিফ , রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান ও মেট্রোলজি’র উপ-পরিচালক মফিজ উদ্দীন আহমেদ, রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াজ শহীদ শোভন, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক আতিক উল্লাহ আতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও সরকারি কর্মকতা বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান বলেন, মেট্রোলজি দিবস আমরা কেন পালন করি, মানুষকে এ দিবস সম্পর্কে জানাতে হবে। বিএসটিআইকে কাজে আরও গতিশীল হতে হবে, যাতে ধোকা দিয়ে কেউ সফল হতে না পারে। দেশে অনেক অসাধু মানুষ আছে, যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এক্ষেত্রে বিএসটিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বিএসটিআইকে আমরা সকলে মিলে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়াও শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সভায় অংশ গ্রহন করে মেট্রোলজি দিবসের আলোচনা আরো প্রাণবন্তকরে তুলেন।

Check Also

রাণীশংকৈলে আগুনে ক্ষতিগ্রস্ত  ১৯ পরিবার  ঢেউটিন পেল।

আনোয়ারুল ইসলাম,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x