ই এম আকাশ :
কাতার প্রবাসী বাংলাদেশীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে কাতারে শুরু হয়েছে বিজয় মেলা ২০২৩ ৷
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে, কাতারের বাংলাদেশ স্কুলের মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম৷ এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
কাতারের শুরু হয়েছে চার দিনব্যাপী বিজয় মেলা ২০২৩, ৫০ টিরও বেশি স্টল দিয়ে এই মেলা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ৷
প্রতিদিন বিকেল চারটা থেকে
শুরু করে রাত বারোটা পর্যন্ত চলবে এ বিজয় মেলা , এবারের বিজয় মেলায় স্টল গুরুতে স্থান পেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, বাংলাদেশের হস্তশিল্প, বাংলাদেশী খাবার, বাংলাদেশ থেকে আগত চাঁদপুরের পদ্মার ইলিশ মাছ , শীতকালের ঐতিহ্যবাহী পিঠা
সহ বিভিন্ন ধরনের খাবার৷
এছাড়াও মেলায় দর্শকদের জন্য জন্য থাকছে জমজমাট কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানে
বাংলাদেশ থেকে গান গাইতে
ইতিমধ্যে কাতার এসেছেন
সংগীতশিল্পী আশিক ও তানিশা খান ৷
অনুষ্ঠানে যোগ দিয়ে
বিজয় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিনি বলেন, আমার সরকারি সফরের ভিতরে এই মেলায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছে, কাতার প্রবাসী বাংলাদেশীরা অনেকদূর এগিয়ে যাবে আমি অনেক আশাবাদী ৷
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বলেন প্রবাসীদের বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন এবং আজকের পারফরম্যান্স খুব ভালো হবে
বাংলাদেশ থেকে আগত শিল্পীরা আশা করছেন তারা ভালো পারফরম্যান্স করবেন ৷