হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দীর্ঘ গবেষণালব্ধ উন্নত জাতের হাইব্রিড স্বল্প মেয়াদী ধানের বীজ কুষ্টিয়ার খোকসা উপজেলার চাষীদের হাতে বিনামূল্যে বিতরণ করায় লক্ষ্যমাত্রা থেকেও অধিক পরিমাণে রোপা আমন ধরনের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৬ হাজার ৭২৫ সেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে কৃষকরা আবাদ করেছেন ৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে।
আষাঢ়ের শুরুতেই উপজেলার ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ৬৫০ জন কৃষকের মাঝে রাসায়নিক সার ও উন্নত জাতের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করায় লক্ষ্যমাত্রা থেকেও অধিক বেশি ধানের আবাদ হয়েছে।
উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ ব্রি- ১০৩, ৮৭, ৭০, ৭১, ৭৫ বিনা- ১৭ সহ স্বল্প মেয়াদী এ সকল ধান কৃষকরা আবাদ করে ঔ একই জমিতে তৈল বীজ সরিষা ফসলের আবাদ করতে পারবে।
সঠিক সময়ে কৃষকরা সঠিক পরামর্শ পাওয়া, আবহাওয়া অনুকূলে থাকা এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বীজ তলা সহ আমনের বীজের চারার সঠিক অঙ্কুরোদগম হয়। ফলে প্রথম দিকেই কৃষকরা বেশি চারা উৎপাদন করে লাভবান হয়।
উপজেলা কৃষি অফিসে তথ্য মোতাবেক প্রায় ৮০ শতাংশ রোপা আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
বাকি ২০ শতাংশ জমিতে পাট কর্তন করে কৃষকরা ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছে।
এদিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের কৃষক রেজাউল হায়দার জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে বিনামূল্যে সার ও বীজ পেয়ে এবার প্রায় সাড়ে তিন বিঘা জমিতে উন্নত জাতের রোপা আমন ধানের আবাদ করেছি।
ঠিক এ ভাবেই ওসমানপুর ইউনিয়নের কৃষক রবীন্দ্রনাথ সাহা জানালেন, উপজেলা কৃষি সম্প্রসারণ থেকে বীজ-সার পেয়ে চার বিঘা জমিতে রোপা আমনের আবাদ করেছি। এখন পরিচর্চায় ব্যাস্ত সৃয় পার করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ক্রমবর্ধমান খাদ্যে চাহিদা পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে স্বল্প মেয়াদী উন্নত অধিক ফলনশীল জাতের ধানের বীজ ও বিনামূল্যের সার কৃষকদের মাঝে বিতরণ করায় এ বছর অধিক পরিমাণে ধানের আবাদ হয়েছে। উপজেলা উপ-কৃষি কর্মকর্তারা প্রতিটা ব্লকে নিয়মিত কৃষকদের মনিটরিং করছেন। আশা করি লক্ষ্যমাত্রা থেকেও অধিক পরিমাণে ধানের ফলন হবে।