দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং নবনিযুক্ত সকল উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এক বিবৃতিতে জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই সরকার। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন অভ্যুত্থানে নিহত বীর শহীদদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় নানা ব্যস্ততার মধ্যেও শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে ১০ আগস্ট রংপুর সফর করার জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চতুর্থ ভাইস-চ্যান্সেলর প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ। রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর তাঁর পরিবারের কাছে জাতীয় পতাকা তুলে দেওয়া এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করায় বিশ্বখ্যাত নোবেলজয়ী ড. ইউনুসের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
ড. কলিমউল্লাহ আরো বলেন, ১৬ জুলাই ছাত্র আন্দোলনে চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের নির্মমভাবে নিহত হবার পর তিনি সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের যোগ্য নেতৃত্বে দেশের সার্বিক অগ্রগতির পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূতি আরো উজ্জ্বল হবে বলে প্রত্যাশা জানিপপ চেয়ারম্যানের। প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও জনগণের সার্বিক প্রত্যাশা পূরণে সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায় ও সার্বিক সাফল্য কামনা করেন।