ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ৩ দিনের সফরে ঢাকা এসেছেন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ঢাকায় পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকে রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসসূচী অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন রাজকুমারী। পরে কক্সবাজার থেকে ঢাকায় এসে সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
তিন দিনের সফর শেষে বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের।