রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ!
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার(৫নভেম্বর)কৃষকদের মাঝে বিনামূল্যে গম-সরিষাবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষকদের মাঝে এ সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, এনসিপি নেতা শাহাজান আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সরকারের এ কৃষি বান্ধব কর্মসুচীর প্রশংসা করেন। ইউএনও তার বক্তব্যে সরকারের এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এইসাথে তিনি এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি অফিসারের তথ্য মতে, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা সহায়তা দেওয়া হবে।
উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।




















