দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মেয়াদকালে দেবিদ্বার উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কলেজ, দেবিদ্বার আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, এবং জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়সহসহ মাজেদা আহসান পৌর পাঠাগার। এছাড়া দেবিদ্বারে গড়ে উঠেছে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পৌর শিশু পার্ক, দেবিদ্বার মুক্তিযোদ্ধা চত্বর এবং শহীদ জিয়া পার্ক। তাঁর প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়, সুজাত আলী সরকারি কলেজে নির্মিত হয় ছাত্রাবাস, এবং গোমতী নদীর বিভিন্ন স্থানে নির্মিত হয় বহু সেতু। দলীয় মনোনয়ন ঘোষণার পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় গুনাইঘর গ্রামের নিজ বাড়িতে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। এতে দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেবিদ্বারের মানুষই আমার শক্তির উৎস। অতীতের মতো ভবিষ্যতেও আমি উন্নয়ন, ঐক্য ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ।” সভা শেষে বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আদর্শে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।























