ছাত্রদলের সরকারি কেশবচন্দ্র কলেজ শাখার সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক লাবিব
ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবর আলী মাহফুজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান লাবিব।
গতকাল রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সকালে সরকারি কেশবচন্দ্র কলেজে এক আনন্দ মিছিল বের করে কলেজ ছাত্রদল।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ কলেজ ছত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
এ সময় নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন।
এবং সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সাথে সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার আদায় সহ সুখ, দুঃখ, সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
























