রাণীশংকৈলে ২দিনে ৬ আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গল ও বুধবার (১১ ও ১২ নভেম্বর) রাতে ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে হোসেনগাও ইউনিয়নের শিদলী গ্রামের মৃত নলিনীকান্ত রায়ের ছেলে ইউনিয়ন আ’লীগ সম্পাদক বিশ্বনাথ রায় ও একই গ্রামের পুলিন রায়ের ছেলে জয়প্রকাশ রায়কে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগের দিন মঙ্গলবার রাতে ধর্মগড় ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ যুগ্মসম্পাদক খলিলুর রহমান(৫০), একই এলাকার আ’লীগ কর্মি জিয়াউর রহমান (৪০),বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজিরউদ্দিনের ছেলে আ’লীগ নেতা হামিদুর রহমান (৬০) ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার আলম লিয়ন(৩২)কে গ্রেপ্তার করে পুলিশ।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ওই ৬ ব্যক্তিকে সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।






















