ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের জেল জুলাই গণহত্যা- হাসিনার মৃত্যুদণ্ড মানিকগঞ্জে অগ্নিদগ্ধ সেই বাস চালকের মৃত্যু হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হলো নিরাপত্তা মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ আহত ২ ছাত্রদল নেতা শিমুলের নেতৃত্বে ফ্যা’সি’বা’দ বিরোধী মিছিল আন্তর্জাতিক অঙ্গনে আবারও হবিগঞ্জের উশু যোদ্ধারা — নেপাল ও হংকংয়ে অংশ নিচ্ছে প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব ঢাকা ৫ আসনের এনসিপির মনোনয়ন পেলেন জুলাই বিপ্লব পরিষদ এর স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ সেই বাস চালকের মৃত্যু

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বাসিন্দা ছিলেন। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে সেই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসেই ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পারভেজ খানের।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, “বাসে অগ্নিসংযিাগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসচালক যেহেতু মারা গেছেন, এখন সেই মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করে আদালতে প্রেরণ করা হবে।”

এর আগে গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর, গতকাল (রবিবার) রাতে এক ঘন্টায় পৃথক তিন স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই রিকশা চালক গুরুত আহত হন। উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৫১৪ Time View

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ সেই বাস চালকের মৃত্যু

আপডেটের সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বাসিন্দা ছিলেন। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে সেই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসেই ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পারভেজ খানের।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, “বাসে অগ্নিসংযিাগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসচালক যেহেতু মারা গেছেন, এখন সেই মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করে আদালতে প্রেরণ করা হবে।”

এর আগে গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর, গতকাল (রবিবার) রাতে এক ঘন্টায় পৃথক তিন স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই রিকশা চালক গুরুত আহত হন। উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।