ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খোকসায় ছাত্রদলের ‘তারণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

 

কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘তারণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত খোকসা–কুমারখালি আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।

সভায় প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং বিশেষ বক্তা ছিলেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো, খোকসা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম টনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, কুমারখালি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহীম হোসেন, কুমারখালি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু, খোকসা ছাত্রদল নেতা সোহান হোসেন, আজমির হোসেন রিয়াদ ও তানজিদ ইসমাইল আদিত্য।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন, সাবেক থানা সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

বক্তৃতায় প্রধান বক্তা মোজাক্কির রহমান রাব্বি বলেন, মেহেদী রুমি নির্বাচিত হলে খোকসায় একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি বেকার ভাতা চালু এবং নারীদের জন্য পারিবারিক কার্ড ব্যবস্থা নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি মেহেদী রুমি তাঁর বক্তব্যে ধানের শীষে ভোট চেয়ে নারীদের বাড়ি বাড়ি গিয়ে সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে খোকসা বাজারে ছাত্রদলের একটি মিছিল বের হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন খোকসা থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৫৫৫ Time View

খোকসায় ছাত্রদলের ‘তারণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

আপডেটের সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

 

কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘তারণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত খোকসা–কুমারখালি আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।

সভায় প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং বিশেষ বক্তা ছিলেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো, খোকসা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম টনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, কুমারখালি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহীম হোসেন, কুমারখালি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু, খোকসা ছাত্রদল নেতা সোহান হোসেন, আজমির হোসেন রিয়াদ ও তানজিদ ইসমাইল আদিত্য।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন, সাবেক থানা সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

বক্তৃতায় প্রধান বক্তা মোজাক্কির রহমান রাব্বি বলেন, মেহেদী রুমি নির্বাচিত হলে খোকসায় একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি বেকার ভাতা চালু এবং নারীদের জন্য পারিবারিক কার্ড ব্যবস্থা নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি মেহেদী রুমি তাঁর বক্তব্যে ধানের শীষে ভোট চেয়ে নারীদের বাড়ি বাড়ি গিয়ে সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে খোকসা বাজারে ছাত্রদলের একটি মিছিল বের হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন খোকসা থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন।