ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু!
ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু হয়েছে সুখজান নেছা (৫৮) নামের এক নারী রোগীর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সুখজান নেছা কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সিরাজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলেন।
রোগীর মেয়ে সাবানা খাতুন জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিনি মাকে নিয়ে হাসপাতালে আসেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন চেম্বারের সামনে। তাদের সিরিয়াল ছিল ৩৩। অপেক্ষায় থাকতে থাকতে তার মায়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুম শেষে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুখজান নেছা। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুখজানের ছেলে শাহাজান আলী বলেন, “আমার মা অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। হয়তো এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা কাউকে দায়ী করছি না।”
হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন জানান, রোগী সিরিয়াল দিয়ে বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে তিনি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন রোগী মারা গেছেন। তিনি বলেন এ ঘটনায় কারো অবহেলা ছিল না।






















