রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার(২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, থানার ওসি আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুপালন বিশেষজ্ঞ, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, পশু পালনে আধুনিক প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনার উপর বক্তব্য দেন। এইসাথে তারা পশুপালনে খামারিদের বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান চত্বরে খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি-কবুতরসহ অন্য পশু-পাখি প্রদর্শন করেন। প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পায়।
























