বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়, যারা সমাজে ভদ্র ও প্রকৃত দেশপ্রেমিক তারাই বিএনপি করে। আমি প্রথম যখন শরীয়তপুরে আসি, তখন আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ভেদাভেদ দেখি নাই। আমি দেখেছি শরীয়তপুরের সবাই মিলে আমাকে বুকে আগলে নিলো। এর মধ্যে কারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবেসে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি আমরা সবাই মিলে একটি পরিবার। আর এই পরিবারের সবাই মিলে আগামীতে একটি অহিংস শরীয়তপুর গড়ে তুলব।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবার ভোটের মাধ্যমে সেই লড়াইয়ের অবসান হবে। তাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কারণ, ধানের শীষের বিজয় মানেই দেশ ও গণতন্ত্রের বিজয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালী, আক্তার হোসেন নান্টু খান, যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী, বর্তমান সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।





















