রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)’র সাথে নবাগত ওসির মতবিনিময়।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)’র সাথে রাণীশংকৈল থানার নবাগত ওসি আমান আল বারীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের চাঁদনী মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পির সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সদস্যরা ওসিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবিরের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন- সদস্য লেমন সরকার, সুজন আলী, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সম্পাদক মাহবুব আলম, সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন,সাবেক সভাপতি কুশমত আলী, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের ও এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বিগতদিনের ধারাবাহিকতায় সাংবাদিকদের পেশাগত কাজে পুলিশের ইতিবাচক ভূমিকা ও পূর্ণ সহযোগিতা কামনা করেন। এইসাথে তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঠিক ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন। ওসি আমান আল বারী তার বক্তব্যে প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের পেশাগত কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এইসাথে তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে দৃঢ় ভূমিকা রাখার কথা বলেন।পুলিশের কার্যক্রমে ওসি সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন।


























