পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের সঙ্গে প্রতারণা: এসআই আনজিলের অভিযানে প্রতারক গ্রেফতার
সাভারে হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকসহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা জসিম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জসিম মন্ডল পিতা মইনুদ্দীন ও মাতা আছিয়া। তার বাড়ি মাগুরা জেলার মদন মহনপুর গ্রামে, ডাকঘর চরসেলামতপুর। তিনি দীর্ঘদিন ধরে সাভার এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জসিম মন্ডল নিজেকে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন অটোরিকশা চালকদের বিশ্বাস অর্জন করতেন। পরবর্তীতে তিনি সাভার হাইওয়ে থানার ভেতর থেকে গাড়ির ব্যাটারি সরবরাহ করার কথা বলে চালকদের কাছ থেকে টাকা আদায় করতেন। এভাবে তিনি একাধিক অটোরিকশা চালকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক ১২টার দিকে সাভার হাইওয়ে থানার এসআই আনজিলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে সাভার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ জনগণ, বিশেষ করে পরিবহন শ্রমিকদের এ ধরনের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কেউ প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর অনুরোধ করা হয়।

























